satsamudra.com

Logo

সাতসমুদ্রdotকম

ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা
নিতান্তই সহজ সরল,
সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দুচারটি অশ্রুজল।
নাহি বর্ণনার ছটা,ঘটনার ঘনঘটা,
নাহি তত্ত্ব নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি র’বে সাঙ্গ করি’ মনে হবে
শেষ হয়ে হইল না শেষ।

রবীন্দ্রনাথ ঠাকুর

ছোটগল্প

মালদ্বীপ দ্যা এটলস

মালদ্বীপ, দ্যা এটলস পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়ি, ভাবতেই বাঙালির মন চলে যায় দার্জিলিঙের পাহাড়ে। দোতলা বা তিনতলা একটা সেকেলে...